মহাকাশ থেকে ছাদ ফুটো করে আছড়ে পড়ল, বস্তুটি ঘিরে ঘনীভূত রহস্য
ছাদ ফুটো করে ছুটে এল সেটি। তারপর আছড়ে পড়ল মেঝেতে। বস্তুটি কালো। তবে সেটি আদৌ এ গ্রহের কিনা তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য।
গৃহস্থের বাড়ি। সাদামাটা জীবন। সেই সাদামাটা জীবনে এখন রহস্যের ঘনঘটা। কারণ একটি ৪ ইঞ্চি বাই ৬ ইঞ্চির কালো বস্তু। এমনিতেই সেটি ওই গৃহস্থের ক্ষতি করেছে। বড়সড় ক্ষতিই করেছে। কারণ তাঁদের বাড়ির ছাদ ফুটো করে দিয়েছে এই ছোট বস্তুটি। যা আপাত দৃষ্টিতে একটি ধাতব পাথর।
তবে এমন পাথর দেখে মানুষ অভ্যস্ত নন। কালো তো বটেই, সেই সঙ্গে একটু অন্যরকম তার বহিরঙ্গ। সেই বস্তুটি বাড়ির ছাদ ফুটো করে সজোরে আছড়ে পড়ে মেঝেতে। তারপর শান্ত হয়ে যায়।
এভাবে ছাদ ফুটো করে অচেনা পাথরের গৃহপ্রবেশ মোটেও ভাল চোখে নেননি ওই বাড়ির মালিক। বরং তিনি সোজা পুলিশে খবর দেন। পুলিশ এসে সবদিক খতিয়ে দেখার পর সেই পাথরটিকে পরীক্ষা করতে পাঠায়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন এটা আদপে একটি উল্কা। আকারে ছোট উল্কা। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে। কারণ উল্কা বড় চেহারা নিয়ে পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে।
আর আকারে সেটি যদি ছোট হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে তা ভেঙে টুকরো হয়ে যায়। তাই এত ছোট আকারের উল্কা এল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনা ঘটেছে নিউ জার্সির একটি বাড়িতে। যদিও বাড়িতে উল্কা এসে পড়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এক্ষেত্রে নিউ জার্সির ওই বাড়ির কেউ যে ওই উল্কায় আঘাত পাননি এটাই অনেক।