নতুন বছরে কি চান, বলে দেয় অন্তর্বাসের রং
নতুন বছরে মানুষ মনে মনে কত কিছুই তো চান। সেই চাওয়া মনে মনে নয়, কয়েকটি দেশে অন্তর্বাসের রংয়ে ফুটে ওঠে।
নতুন বছর মানেই তো অনেক আশা, অনেক স্বপ্ন আর একরাশ ভাল ভাবনা। নতুন বছরে মানুষ কি চান তা তাঁরা মনের মধ্যেই রাখেন বা ঘনিষ্ঠদের বলে থাকেন। ঈশ্বরের কাছে সে প্রার্থনাও করেন। কিন্তু দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কে বছরটা কেমন ভাবে দেখতে চান তা পরিস্কার হয়ে যায় তাঁদের বেছে নেওয়া অন্তর্বাসের রং থেকে।
যে রং দেখলেই বলে দেওয়া যায় ওই মানুষটি ঠিক কেমন চাইছেন নতুন বছর। কেমন করে কাটাতে চান নতুন বছর। নতুন বছরের কাছে তাঁর চাহিদা কি!
ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে অন্তর্বাসের রং সেভাবেই বছরের শুরুতে বেছে নেন মানুষজন। যেমন যিনি লাল রংয়ের অন্তর্বাস পরেন তাঁকে দেখে যে কেউ বুঝতে পারেন নতুন বছরের কাছে তাঁর চাহিদা ভালবাসা।
আবার যিনি সাদা রংয়ের অন্তর্বাস পরেন, তাঁর অন্তর্বাস নজরে এলেই বাকিরা বুঝতে পারেন তিনি চান বছরটা শান্তিতে কাটুক। আবার কেউ যদি হলুদ রংয়ের অন্তর্বাস পরেন বছরের শুরুতে, তার অর্থ হল তিনি নতুন বছরের কাছে তাঁর সৌভাগ্য প্রার্থনা করছেন।
এভাবে রং বলে দেয় মানুষটি ঠিক কি চান। মুখে কিছু বলার দরকার পড়েনা। কেবল অন্তর্বাসের রংটি তাঁর ইচ্ছার সঙ্গে মিলিয়ে নিলেই হবে।
তবে শর্ত আছে। মনে করা হয় যে রংয়েরই অন্তর্বাস কেউ বেছে নিন না কেন, সেটি যেন ময়লা না হয় বা সেটিতে কোনও ছেঁড়া না থাকে।