পয়লা জানুয়ারি মানেই দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব। সেই উপলক্ষে এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বরে হাজার হাজার মানুষ ভিড় জমান। এত মানুষের সমাগমকে মাথায় রেখে সুরক্ষা বন্দোবস্তও জোরদার। ঠান্ডা কম থাকায় শীতের আমেজটা গুছিয়ে উপভোগ না করতে পারলেও গঙ্গার ধার ধরে দক্ষিণেশ্বর মন্দিরে বছরের প্রথম দিনে একটা অন্যই পরিবেশ। মা ভবতারিণীকে দর্শন করে অনেকেই তাই ভিড় জমিয়েছিলেন গঙ্গার ধারে। বছরের শুরুতে মা ভবতারিণীকে দর্শন করে বছর শুরু করাকে অনেকেই পুণ্যের মনে করেন।
কাশীপুর উদ্যানবাটীতেও এদিন অন্যান্য বছরের মতই মানুষের ঢল নামে। লাইন সাপের মত বেঁকে পৌঁছে যায় একেবারে বিটি রোডে। বহু মানুষ অপেক্ষা করে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। বিশেষত লাইনে দাঁড়ানো বয়স্ক মানুষজনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য করতে হয়। তা হোক। তবু এই একটা দিনে ওটুকু কষ্ট সহ্য করেই হাসিমুখে অপেক্ষা করেছেন তাঁরা। অবশেষে পৌঁছেছেন কাশীপুর উদ্যানবাটীতে।
এর বাইরে শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই পিকনিক স্পটগুলোতেও। ঘোরার উৎসাহে কোনও খামতি ছিলনা। বছরের প্রথম দিনটা তারিয়ে উপভোগে কোনও খামতি রাখেননি বঙ্গবাসী।
আমাদের সকল পাঠক-পাঠিকার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন সাল ২০১৯ ভাল কাটুক। আনন্দে কাটুক। নতুন বছরে আরও বেশি করে নীলকণ্ঠ পড়ুন। আপনাদের উৎসাহ আমাদের আরও ভাল কাজ করার প্রেরণা জোগাবে।