সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯। ফোনটি বাজারে আনার সময় কোম্পানির তরফে নিশ্চিন্ত করা হয়েছিল ফোনের ব্যাটারি সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু সেই ফোনের ব্যাটারিতেই আগুন ধরার ঘটনা সামনে এল। নিউ ইয়র্কের বাসিন্দা এক মহিলার গ্যালাক্সি নোট ৯ ফোনে আগুন লেগেছে বলে খবর। ঘটনার জেরে সংস্থার কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ওই মহিলা। মার্কিন সংবাদপত্রগুলিতে এই খবর প্রকাশিত হয়েছে।
তখন লিফটে ছিলেন ওই মহিলা। তিনি লক্ষ্য করেন তাঁর ব্যাগে থাকা ফোনটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। তারপরই ব্যাগ থেকে অদ্ভুত শব্দ হতে থাকে। বার হতে শুরু করে ধোঁয়া। দ্রুত লিফটের মেঝেতে ব্যাগ রেখে সেটি খালি করতে শুরু করেন ওই মহিলা। মোবাইল থেকে বার হওয়া ধোঁয়ায় লিফট ভরে যায়। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।