নর্দমার জলে পাওয়া গেল করোনার ৪টি গুপ্ত প্রকার
এবার নর্দমার জলেও করোনার খোঁজ মিলল। করোনা ছড়ানোর সার্স-কভ-২ ভাইরাসের ৪টি প্রকারের খোঁজ মিলেছে। যা দেখে অবাক হয়ে গেছেন বিজ্ঞানীরাও।
গোটা বিশ্বের আর্থসামাজিক নকশা বদলে দিয়েছে একটি শব্দ করোনা। এই করোনা সংক্রমণের হোতা যে ভাইরাস সেই সার্স-কভ-২ যে কোথায় নেই তাই খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা। প্রায় সর্বত্র তার খোঁজ মিলছে। এবার নর্দমার জলেও সার্স-কভ-২-এর ৪টি গুপ্ত ধরনের খোঁজ মিলেছে। যা থেকে করোনা ছড়াতেই পারে। যা দেখে হতবাক বিজ্ঞানীরাও।
বিজ্ঞানীরা জানিয়েছেন তাঁরা যে ধরনের সার্স-কভ-২-এর ধরনের খোঁজ পেয়েছেন তা চেনা নয়। নতুন ধরণ। যা মিউটেট করে তৈরি হয়েছে। আর তা রয়েছে নর্দমার জলে। যা এখনও মানুষের দেহে সংক্রমিত হয়েছে বলে খবর নেই। তবে তার খোঁজ মেলা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউ ইয়র্ক শহরের নর্দমার জলে এই ৪ ধরনের করোনার গুপ্ত প্রকারের খোঁজ মেলার পর তা ওখানে কীভাবে এল তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।
বিজ্ঞানীরা মনে করছেন এই করোনার ধরণগুলি এসেছে ইঁদুর থেকে। কারণ নিউ ইয়র্কের নর্দমায় ইঁদুরের দৌরাত্ম্য সবার জানা। প্রচুর ইঁদুর রয়েছে সেখানে। ফলে তাদের থেকেই নর্দমার জলে এই করোনার প্রকারগুলি ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
নিউ ইয়র্ক শহরের ১৪টি নর্দমার জল শোধন কেন্দ্র থেকে নমুনা সংগ্রহের পর এই খোঁজ মিলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন ওমিক্রনও ঠিক কোথা থেকে এল তার খোঁজ মেলেনি। তেমনই এই নয়া ধরণগুলি পরবর্তীকালে মানবদেহে সংক্রমিত হতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা