রেস্তোরাঁর মহিলা কর্মীর মুখে বিরিয়ানি ছুঁড়ে মারল ক্রেতা
এক রেস্তোরাঁ কর্মীর মুখে বিরিয়ানি ছুঁড়ে মারল এক ক্রেতা। যে বিরিয়ানির অর্ডার সেই দিয়েছিল, সেই বিরিয়ানিই ওই মহিলা কর্মীর মুখে ছুঁড়ে মারে ক্রেতা।
রেস্তোরাঁয় কেউ চাইলে বসেও খেতে পারেন। কেউ চাইলে প্যাক করে নিয়েও যেতে পারেন। ওই বছর পঞ্চাশের ব্যক্তি কাউন্টারে এসে একটি চিকেন বিরিয়ানি অর্ডার করে। অর্ডার নেওয়ার পর ওই ব্যক্তিকে অপেক্ষা করতে বলেন কাউন্টারে থাকা ব্যক্তি।
অর্ডার দেওয়ার পর যে সময়টুকু লাগে সেটি প্যাক করে আনতে সেটা লেগেছিল। তার প্যাক করা চিকেন বিরিয়ানি নিয়ে আসেন রেস্তোরাঁর এক মহিলা কর্মী।
তিনি প্যাকেটটি ওই ব্যক্তির হাতে তুলে দিলে ওই ব্যক্তি ক্ষুব্ধভাবে জিজ্ঞেস করে এটা কি? ওই কর্মী জানান তার অর্ডার করা চিকেন বিরিয়ানি!
এটা শোনার পর আচমকা চিকেন বিরিয়ানিটি ওই মহিলা কর্মীর মুখে ছুঁড়ে মারে ওই ব্যক্তি। তারপর রেস্তোরাঁ ছেড়ে রেগে বেরিয়ে যায়।
পরে সে ফিরে আসে। তখন রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখে চোফেল নোরবু নামে ওই ব্যক্তি হাতে করে জ্বালানি তেল নিয়ে আসে। তারপর তা ছিটিয়ে দিয়ে রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। যদিও আগুন সেভাবে ছড়াতে পারেনি। ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের একটি বাংলাদেশি রেস্তোরাঁয়।
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে সে দাবি করে সেদিন সে মদ্যপ অবস্থায় ছিল। তারপর বিরিয়ানি দিতে দেরি করে রেস্তোরাঁ। তাতেই সে রেগে গিয়ে বিরিয়ানি ছুঁড়ে মারে এবং পরে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দেয়। যদিও রেস্তোরাঁর তরফে বিরিয়ানি ডেলিভারি করতে দেরির কথা অস্বীকার করা হয়েছে।