আমাদের দেশ ছেড়ে চলে যাও। তুমি এখানকার নয়। লেবাননে চলে যাও। আমাদের দেশের নৌসেনা কি করে জানো? তোমাদের মত লোকজনের দিকে নজর রাখে। নিউ ইয়র্কের সাবওয়েতে এমন চিৎকারে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন শিখ বংশোদ্ভূত মার্কিন তরুণী রাজপ্রীত হায়র। ওই তরুণী নিউ ইয়র্কেরই বাসিন্দা। বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে সাবওয়ে ট্রেনে চেপে ম্যানহাটন যাচ্ছিলেন। সেখানেই আচমকা এক শ্বেতাঙ্গ তাঁকে লক্ষ করে চেঁচাতে শুরু করে। পরে ওই তরুণী বুঝতে পারেন ওই শ্বেতাঙ্গ তাঁকে পশ্চিম এশিয় শরণার্থী বলে ভুল করেছে। তাঁকে লেবাননের বাসিন্দা ভেবে তাঁর ওপর চোটপাট করেছে। যদিও সহযাত্রীরা সাহায্য করায় কোনও অঘটন ঘটেনি। কিন্তু মার্কিন মুলুকে যেভাবে ক্রমশ জাতি বিদ্বেষ চরম আকার নিচ্ছে। যেভাবে পরের পর ভারতীয়দের ওপর আক্রমণ নেমে আসছে। তাতে ভয়ে সিঁটিয়ে দিন কাটাচ্ছেন সেখানে কর্মরত ভারতীয়রা। সেই তালিকায় এই ঘটনাও ঢুকে পড়ল। পরে ওই তরুণী জানান, তিনি লেবাননের বাসিন্দা নন। তাঁর জন্মই মার্কিন মুলুকের ইন্ডিয়ানায়।