এবার শহরে বাড়ি ভাড়ার মাঝে এসে পড়ল মাছ, মাংস
বিশ্বের অন্যতম সেরা শহর। এ নিয়ে কোনও প্রশ্ন নেই। সেখানেই একটি বাড়ি ভাড়ার মাঝে এসে পড়ল মাছ এবং মাংস।
বিশ্বের অন্যতম সেরা শহর নিউ ইয়র্ক। সে শহরে বাড়ি ভাড়া নেওয়া মুখের কথা নয়। সেখানেই একটি বাড়ির মালকিন বাড়ির একটি তলা ভাড়া দিতে প্রস্তুত।
নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া নেওয়ার মানুষের সংখ্যা নেহাত কম নয়। এজন্য আলাদা ব্রোকিং সংস্থাও রয়েছে। যারা অনলাইনে জানিয়ে দেয় বাড়ি ভাড়া কোথায় রয়েছে। কত টাকার ভাড়া। থাকার শর্তই বা কি। সেখানেই ওই মালকিনের ভাড়া দেওয়ার শর্ত দেখে হতবাক অনেকেই।
ভারতের মত দেশে অনেক মানুষ নিরামিষাশী। তাঁরা তাঁদের বাড়িতে আমিষভোজীদের ভাড়াটে হিসাবে নাও রাখতে পারেন। কিন্তু নিউ ইয়র্কের মত শহরে এক মালকিন সাফ জানিয়ে দিয়েছেন মাছ, মাংস তাঁর বাড়িতে রাঁধা যাবেনা। কারণ যে তলাটি ভাড়া দেবেন, তার ঠিক ওপরের তলায় তিনি নিজে থাকেন।
আর নিচের তলায় যদি মাছ বা মাংস রান্না করা হয় তাহলে সেই রান্নার গন্ধ উপরে তাঁর নাকে পৌঁছবে। তিনি নিজে ভেগান। তাই ওই গন্ধ তিনি সহ্য করবেননা। তাই তিনি ভাড়াও দেবেন না।
তবে এটাও পরিস্কার করা হয়েছে যে মাছ, মাংস রান্না করা যাবেনা। তার মানে এই নয় যে মাছ, মাংস খান না এমন মানুষ থাকতে পারবেননা। তাঁরা থাকতে পারবেন। তবে মাছ, মাংস রান্না করে ও বাড়িতে খাওয়া যাবেনা।
ওই মহিলার এই শর্ত নিউ ইয়র্ক শহরে এতটাই অবাক করা যে স্থানীয় তো বটেই, এমনটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমে এই খবর হুহু করে ছড়িয়ে পড়ে।