বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের দেখা পেলেন বিজ্ঞানীরা
বিশ্বে তো অনেক জঙ্গল ছড়িয়ে আছে। কিন্তু কোন জঙ্গল সবচেয়ে পুরনো তার উত্তর এতদিন না থাকলেও এবার তা জানতে পারলেন বিজ্ঞানীরা।
বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের দেখা পেলেন বিজ্ঞানীরা। যে জঙ্গলের বয়স ৩৮৫ মিলিয়ন বছর বা সাড়ে ৩৮ কোটি বছর। নিউ ইয়র্কের কাছে এই জঙ্গলের দেখা মিলেছে। অবশ্যই তা সবুজ অরণ্য হয়ে দেখা দেয়নি। জীবাশ্ম হিসাবেই তার দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তবে সে জঙ্গলে থাকা গাছের যে জীবাশ্মগুলি পাওয়া গিয়েছে তার শিকড় বেশ অবাক করেছে বিজ্ঞানীদের।
প্রসঙ্গত বিজ্ঞানীরা জানতেন বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গল সম্বন্ধে। কিন্তু তার গাছগুলির কত বয়স বা তাদের সম্বন্ধে বিস্তারিত তথ্য তাঁদের জানা ছিলনা। এবার পরিস্কার হল তাদের বয়স।
বিবিসি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কের কায়রো নামে জায়গায় অভিযান চালিয়ে বিজ্ঞানীরা এই গাছের জীবাশ্মের দেখা পান। তাদের বয়স নির্ধারণ করেন। আর জানতে পারেন সেগুলি অ্যামাজন রেন ফরেস্টের থেকেও এ পৃথিবীর পুরনো জঙ্গল। যা ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল।
এখন জঙ্গল থেকে শুরু করে আশপাশে যে ধরনের গাছ দেখতে পাওয়া যায় এ জঙ্গলে তেমন গাছ ছিলনা। গাছগুলির সঙ্গে এখনকার চেনা গাছের মিল নেই।
এখনকার কোনও গাছ সে সময় হতও না। তবে বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের খোঁজ মেলা কিন্তু অবশ্যই এক নতুন ইতিহাস রচনা করল।
এই জঙ্গল নিয়ে অবশ্যই আগামী দিনে আরও গবেষণা হবে। জীবাশ্ম সহ এলাকা ভাল করে খতিয়ে দেখে বিজ্ঞানীরা আরও তথ্য পাবেন। যা সেই সময় সম্বন্ধে জানতে প্রভূত সাহায্য করবে।