মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টে বেজে ৫ মিনিট। আততায়ীর দুরন্ত ট্রাক পিষে দিল ৮টি তরতাজা প্রাণ। মৃতদের মধ্যে ৫ জন আর্জেন্টিনার নাগরিক, বাকি ৩ জন মহিলা বেলজিয়ামের। আহত ২ শিশু সহ আরও ১১ জন।
নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ঘটনা। পালাতে গিয়ে ম্যানহাটন পুলিশের গুলিতে জখম হয় সইফুল সাইপভ নামে এক উজবেক দুষ্কৃতী। সে ভাড়ার গাড়ি ও উবের চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে সাইকেল লেন ধরে প্রচণ্ড গতিতে ছুটে আসে ট্রাকটি। সোজা ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে। ঘটনার আকস্মিকতায় ভয়ে ছুটোছুটি করতে থাকেন মানুষ। পরে পুলিশ ও স্থানীয় মানুষের সাহায্যে উদ্ধার করা হয় আহতদের। আততায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। গাড়ি থেকে পাওয়া গেছে জঙ্গি সংগঠন আইএসের পতাকা ও কিছু চিরকুট।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, সইফুল নিউ জার্সি থেকে ট্রাকটি ভাড়া নিয়েছিল। সে মানসিক বিকারগ্রস্ত। এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত নেই। সইফুলের বিরুদ্ধে এর আগেও ট্রাফিক আইনভঙ্গের অভিযোগ উঠেছিল।
ট্যুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।