আজব কাণ্ড, মেঘের পেটে বিশাল ফুটো, দেখা গেল নীল আকাশ
মেঘে ঢাকা আকাশ সকলেই দেখেছেন। মেঘ কেটে গেলে আবার নীল আকাশও বেড়িয়ে পড়ে। কিন্তু মেঘের পেটে অতিকায় ফুটো দেখেছেন কি কেউ?
মেঘ ছাওয়া আকাশে এমন কাণ্ড ঘটল যে টপাটপ সকলে ছবি তুলে নিলেন। এমন দৃশ্য যে দেখা যাবে তা যেন কল্পনাও করতে পারেননি তাঁরা। এমন ঘটনা সত্যিই বিরল। মেঘে ঢাকা আকাশে মেঘের পেটে একটা বিশাল ফুটো। সেখানে মেঘ নেই। যেন কেউ খাবলা করে ওখানকার মেঘটা তুলে নিয়ে গেছে। সেই ফুটো দিয়ে দিব্যি দেখা যাচ্ছে নীল আকাশ।
দেখা যাচ্ছে সূর্যও। মেঘে ঢাকা আকাশে এমন মেঘের পেটে ফুটো দেখে অনেকেই বুঝে উঠতে পারেননি কীভাবে এমন আজব ঘটনা ঘটল। আবহবিদেরা জানাচ্ছেন এমন ঘটনা বিরল। একে বলা হয় হোল পাঞ্চ ক্লাউড। এমন ঘটনা ঘটতে পারে এরোপ্লেনের কারণে।
আবহবিদদের দাবি, যখন কোনও এরোপ্লেন ওই অংশ দিয়ে যায়, তখন তার ডানার সংস্পর্শে আসা জলকণা আরও ঠান্ডা হয়ে যায়। ফলে সেই জলকণাগুলি দ্রুত বরফের কুচিতে পরিণত হয়।
যে অংশ দিয়ে বিমানটি গেছে সেই অংশটুকুতেই এমনটা হয়। এদিকে বরফের কুচিতে রূপান্তরিত হওয়ার পর ওই অংশে বরফ কুচি ভারী হয়ে আর ভেসে থাকতে পারেনা। নিচে পড়ে যায়।
তার ফলে সেখানে একটি গর্ত তৈরি হয়। তার আশপাশের মেঘ অত ভারী হয়না যে তা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। ফলে আশপাশের মেঘ যেমনকার তেমন থেকে যায়।
আর ওইটুকু অংশ বরফ কুচি হয়ে ঝরে পড়ায় সেখানটা ফাঁকা হয়ে নীল আকাশ দেখতে পাওয়া যায়। এভাবেই মেঘের পেটে ফুটো তৈরি হয়। যা দেখা গেল নিউ ইয়র্কের আকাশে।