জলে ছিপ ফেলে রাতারাতি বড়লোক দম্পতি
জলে ছিপ ফেলেও যে রাতারাতি ধনী হওয়া যায় তা এই দম্পতির ঘটনা না শুনলে বিশ্বাস করা যেত না। কিন্তু বাস্তবেই দিঘিতে ছিপ ফেলে বড়লোক হয়ে গেলেন তাঁরা।
প্রথমে তাঁরা যে নিজেরাও বিশ্বাস করতে পেরেছেন তেমনটা নয়। পরে যখন বিশ্বাস হল তখন তাঁরা আনন্দে আটখানা। এই দম্পতি অনেকদিন ধরেই চুম্বকের ছিপ ফেলে অভ্যস্ত। নদী, দিঘির জলে তাঁরা এই চুম্বক ছিপ ফেলে অনেক কিছু জলের তলা থেকে পেয়েছেন। যে তালিকায় বন্দুকও রয়েছে।
বিশাল চার বা দড়ির এক মাথায় বড় একটি চুম্বক বেঁধে তা জলে ফেলে দেওয়া হয়। ভারী চুম্বক জলের তলায় পৌঁছে যায়। নদী বা দিঘির জলের তলায় জমিতে যদি কিছু পড়ে থাকে তা ওই চুম্বকে আটকে যায়। তারপর দড়ি ধরে টান দিলে চুম্বক সমেত পুরোটাই উঠে আসে উপরে।
ঠিক এভাবেই তাঁরা একটি বড় বাক্স উদ্ধার করেন সম্প্রতি। প্রথমে দড়ি বাঁধা চুম্বক জলে ফেলার পর কিছু আটকেছে বলে টের পান তাঁরা। তারপর টান দিয়ে বোঝেন ভারী কিছু আটকেছে।
এবার আস্তে আস্তে সন্তর্পণে টেনে ওই বাক্স তুলে আনেন তাঁরা। এমন কত কিছুই তো পেয়েছেন তাঁরা। চুম্বক ছিপে এবার যে বাক্স উঠে এল তা তাঁদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে রাতারাতি।
ওই বাক্সের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ডলার। মানে ভারতীয় মুদ্রায় সাড়ে ৮৪ লক্ষ টাকার আশপাশে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের কুইন্স লেকে।
প্রসঙ্গত চুম্বকে দড়ি বেঁধে নদীর জলে ছুঁড়ে দেওয়ার ঘটনা গঙ্গার ধারেও প্রায়ই দেখতে পাওয়া যায়। যার পোশাকি নাম ম্যাগনেট ফিশিং।