৪ হাজারে কেনা, সেটাই বিক্রি হচ্ছে ১ কোটি ৬৮ লক্ষ টাকায়
একেই বলে কপাল। মাত্র ৪ হাজার টাকা দিয়ে কেনা জিনিস যে রাতারাতি দেড় কোটি টাকার ওপর পাইয়ে দিতে পারে তা কেউ কল্পনাও করতে পারবেননা।
এ বাজারে অধিকাংশই পুরনো জিনিস বিক্রি হয়। পুরনো জিনিস কম দামে কেনার জন্য সেখানে ভিড়ও কম হয়না। অধিকাংশই ঘর সাজানোর জিনিস। সেই বাজারেই হাজির হয়েছিলেন এক শিল্পকীর্তি বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তি।
একটি স্তম্ভের ওপর বেঁধে রাখা হাতে আঁকা ছবিটির দিকে নজর যায় তাঁর। আরও অনেক কিছুর সঙ্গে সেটিও বিক্রি করছিলেন এক বিক্রেতা। শিল্পকীর্তি বিক্রির সঙ্গে যুক্ত থাকায় অ্যালেন নামে ওই ব্যক্তির ছবিটি দেখে একটু অন্যরকম মনে হয়।
ছবিটি মূল্যবান হতে পারে এটা মনে করে তিনি সেটি কিনে ফেলেন। পুরনো জিনিস বিক্রির বাজার থেকে সেটি তিনি কেনেন ৫০ ডলারে।
নিউ ইয়র্কের বার্ন সেল বিখ্যাত পুরনো জিনিস বিক্রির জন্য। সেই বাজার থেকে কেনার পর জিনিসটি ভাল করে পরীক্ষার পর জানা যায় কানাডার প্রখ্যাত শিল্পী এমিলি কার ১৯১২ সালে এই ছবিটি আঁকেন। ছবিটিতে একটি ভাল্লুকের প্রতিকৃতি ফুটে উঠেছে।
এবার সেই ছবিটি নিলামে উঠতে চলেছে। অ্যালেন মনে করছেন এটি ২ লক্ষ ডলারে বিক্রি হতে পারে। ভারতীয় মুদ্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকার মত।
মাত্র ৪ হাজার টাকায় কিনে মোটা অঙ্কে বিক্রি হতে চলা এই পেন্টিং কার্যত এক ঝটকায় মোটা অঙ্কের মুনাফার পথ খুলে দিল অ্যালেনের জন্য। শিল্পকীর্তি চেনার জহুরির চোখ তাঁকে জলের দরে পাইয়ে দিল এই অনন্য শিল্পকীর্তি।