রামায়ণের আদিকাণ্ডে অযোধ্যার রাজা দশরথের ছোঁড়া শব্দভেদী তির লেগে মারা যায় অন্ধমুনির ছেলে সিন্ধু। রাজা দশরথ দূর থেকে সিন্ধুর কলসিতে জল ভরার শব্দ শুনে হরিণ জল পান করছে ভাবেন। সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তিনি শব্দভেদী বাণ ছোঁড়েন। মারা যায় নিরীহ কিশোর সিন্ধু। মর্মান্তিক সেই পৌরাণিক ঘটনারই যেন পুনরাবৃত্তি হল নিউ ইয়র্কের শারম্যানে। হরিণ ভেবে এক মহিলাকে ভুলবশত গুলি করে হত্যা করল এক শিকারি। তফাত শুধু এই যে রামায়ণে হরিণ ভ্রমে কিশোর সিন্ধুকে তিরবিদ্ধ করে হত্যা করেন রাজা দশরথ। আর শারম্যানে পোষ্যদের নিয়ে পার্কে ঘুরতে যাওয়া ওই মহিলাকে হরিণ ভেবে গুলি করে হত্যা করল হরিণশিকারী।
শারম্যান অঞ্চলের বাসিন্দা ৪৩ বছরের রোজমেরি বিলকুইস্ট গত ২২ নভেম্বর বিকেলে তাঁর পোষ্য দুটিকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের মাঠে হাঁটতে বার হন। সেই মাঠের কাছেই ওত পেতে বসেছিল এক হরিণ শিকারি। রোজমেরিকে হরিণ ভেবে ভুল করে শিকারি তার পিস্তল থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ মহিলার আর্ত চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে সে নিজেই। পুলিশকে খবরও সেই দেয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
পেনসিলভানিয়ার শারম্যান অঞ্চলে পিস্তল দিয়ে হরিণ শিকার করা আইনসম্মত। তবে সূর্যাস্তের পর শিকার করার কোনও অনুমতি নেই। অনিচ্ছাকৃত হত্যার জন্য ওই শিকারিকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।