১০৪ বছরের জন্মদিনে জেলে গেলেন বৃদ্ধা
১০৪ বছরের জন্মদিন বলে কথা। বিশেষ দিনটা আরও বিশেষ তাঁর জন্মদিনের অঙ্কে। ওইদিনে জেলে গেলেন শতবর্ষ পার করা বৃদ্ধা।
![New York](https://www.nilkantho.in/wp-content/uploads/2025/02/new-york.jpg)
তাঁর বয়স হল ১০৪। ১০৪ বছরের জন্মদিন ছিল তাঁর। শতবর্ষ পার করা এই বৃদ্ধা অবশ্যই সকলের কাছে স্পেশাল। আরও স্পেশাল তাঁর বয়সটার জন্য। এই বয়সের জন্মদিন পালন করতে পারেন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হাতেগোনা।
তাঁর জন্মদিন পালন যেভাবেই হোক না কেন, যত জাঁকজমক করেই হোক না কেন, বৃদ্ধা কিন্তু এক বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি নিউ ইয়র্কের লিভিংস্টোন কাউন্টির শেরিফের অফিসে এক অবেদন জানান।
তিনি ইচ্ছা প্রকাশ করেন, ১০৪ তম জন্মদিনটা তিনি স্থানীয় জেলে কাটাতে চান। জেলের ভিতরটা ঘুরে দেখতে চান। সেখানে কিছুটা সময় কাটাতে চান। লিভিংস্টোন কাউন্টি জেলে বৃদ্ধাকে এভাবে ঘোরার অনুমতি দিতে দ্বিধা করেননি শেরিফ।
লোরেটা নামে ওই বৃদ্ধা এরপর তাঁর জন্মদিন পালন করতে হাজির হন ওই জেলে। সেখানে তাঁর জন্মদিন উপলক্ষে কেক আর কফি খাওয়া হয়। তিনি জেলের নানা জায়গা ঘুরেও দেখেন। তবে হুইল চেয়ারে।
বৃদ্ধা ওই জেল ঘুরে দেখার সময় যে খুবই খুশি ছিলেন তাও তাঁর শরীরী ভাষায় ফুটে ওঠে। তিনি পরে জানান যে তাঁর জেলের নানা জায়গা ঘুরে দেখে খুব ভাল লেগেছে।
এদিকে শেরিফ অফিসের আধিকারিকরাও খুশি। তাঁরা জানান, ১০৪ বছরের ওই বৃদ্ধার ইচ্ছাপূরণ করতে পেরে তাঁরাও খুশি। কিন্তু সব ছেড়ে জেল ঘুরে দেখার ইচ্ছা হল কেন ওই বৃদ্ধার? তা অবশ্য জানা যায়নি।