ক্যামেরা চুরি করে উড়ে পালাল পাখি, তুলল ছবিও
এক পরিবারের একটি ক্যামেরা নিয়ে পালাল একটি বিশেষ প্রজাতির তোতা পাখি। চুরি করা ক্যামেরায় ছবিও তুলল সে। এদিকে পাখির পিছনে ক্যামেরা পেতে ছুটল পরিবার।
চোর চুরি করে পালালে তাকে ধাওয়া করা যায়। কিন্তু কেউ যদি কিছু চুরি করে উড়ে পালায় তাহলে তাকে ধাওয়া করা মুশকিল। সেটাই হল এক পরিবারের সঙ্গে।
পরিবারের সকলে মিলে গিয়েছিলেন একটি ন্যাশনাল পার্কে বেড়াতে। মুহুর্তগুলো ধরে রাখার জন্য সঙ্গে ছিল একটি গোপ্রো ক্যামেরা। বেশ উঠছিল ছবি। এমন সময় ঘটে গেল ঘটনাটা।
একটি পাঁচিলের মত জায়গায় রেখে ছবি তোলার সময় আচমকাই এগিয়ে আসে একটি বড় চেহারার বিশেষ প্রজাতির তোতা পাখি। তারপর ক্যামেরাটা ছোঁ মেরে নিয়ে সময় নষ্ট না করে উড়ে যায় আকাশে।
গেল গেল রব করে ওঠেন পরিবারের সকলে। দামি ক্যামেরা ছুরি করে পালাচ্ছে তোতা পাখি। পরিবারের কমবয়সী একটি ছেলে তোতা পাখির ওড়া লক্ষ্য করে এগোতে থাকে। পিছু নেন পরিবারের অন্যরাও। তবে ক্যামেরা যে ফিরে পাওয়া দুষ্কর তা তাঁরা টের পাচ্ছিলেন।
এদিকে ক্যামেরা নিয়ে বেশ কিছুটা উড়ে যাওয়ার পর এক জায়গায় এসে বসে পাখিটি। এবার ক্যামেরা রেখে তার থেকে ঠোঁটে করে উপরে নেয় একটি প্লাস্টিকের অংশ। না খেতে মোটেও ভাল লাগেনি। তাই সবকিছু ফেলে সে উড়ে যায়।
পড়ে থাকা ক্যামেরার কাছে হাজির হয় পরিবারটি। কিছুটা পাখি উপরে নিলেও ক্যামেরাটি ফেরত পায় তারা। আর ক্যামেরা চালাতে পাওয়া যায় সেই বিরল ফুটেজ।
পাখিটি ক্যামেরা নিয়ে উড়ে যাওয়ার সময় সে আকাশ থেকেই তুলে ফেলেছে ছবি। কারণ ক্যামেরা অন ছিল। সেই বিরল ছবি পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ভারহল পরিবার। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্কে।