এই প্রথম গরুর ঢেঁকুর ও বাতকর্মের ওপর কর বসতে চলেছে
ঢেঁকুর তোলা বা বাতকর্ম করা যে কোনও প্রাণির সহজাত। কিন্তু গরুর ঢেঁকুর বা বাতকর্মের ওপর এবার কর আরোপ হতে চলেছে।
গরু হোক বা অন্য কোনও প্রাণি এমনকি মানুষও, ঢেঁকুর তোলা বা বাতকর্ম জন্মানোর সময় স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া হিসাবে নিয়ে জন্মায়। বরং যদি কোনও শিশুর ক্ষেত্রে এটা চোখে না পড়ে তখন চিকিৎসকের পরামর্শর দরকার পড়ে।
সহজাত শরীরবৃত্তীয় কাজের ওপর কি কর বসতে পারে? এ প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই প্রথম কোনও দেশ গরু সহ গৃহপালিত পশুর ঢেঁকুর ও বাতকর্মের ফলে তৈরি গ্রিন হাউস গ্যাসের ওপর কর আরোপ করতে চলেছে।
কত কর প্রদান করতে হবে বা তার হিসাব কীভাবে হবে তা এখনও পরিস্কার নয়। তবে এই সিদ্ধান্তে বেজায় চটেছেন কৃষকরা। এমনকি তাঁরা তাঁদের গরু বেচে দেওয়ার কথাও ভাবতে শুরু করেছেন।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে। কীভাবে তা রক্ষা করা সম্ভব তা নিয়ে একের পর এক সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে। সেখানে একটি বিষয়ে সব দেশই সহমত যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতেই হবে। তবেই আগামী প্রজন্মের জন্য বাঁচবে জলবায়ু।
নিউজিল্যান্ড সেই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণে নিয়ন্ত্রণ তৈরি করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এবার তারা গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রধানত গরুর ঢেঁকুর বা বাতকর্মের ওপর কর আরোপ করতে চলেছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন এর থেকে যে কর বাবদ আয় সরকারের ঘরে জমা হবে তা নিউজিল্যান্ডের কৃষিক্ষেত্রে গবেষণার গতি বাড়ানো ও নতুন প্রযুক্তি আনায় ব্যয় করা হবে। সেইসঙ্গে কৃষকদের অনুপ্রেরণামূলক অর্থ প্রদানও করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা