Sports

টি২০ বিশ্বকাপের দল ঘোষণায় চমক, আইপিএলে সেভাবে না খেলেও অধিনায়ক

আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। আইপিএলের ফাঁকেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেল। চমকে দিল অধিনায়কের নাম।

অসহ্য গরমের মধ্যেই আইপিএল জ্বরে কাবু গোটা দেশ। লড়াইও জমে উঠেছে। ক্রমে সেমিফাইনালে যোগ্যতা অর্জনের লড়াই কঠিন হয়ে উঠছে। এদিকে আইপিএল চললেও টি২০ বিশ্বকাপের কথা মাথা থেকে ঝেড়ে ফেলছেন না কোনও দেশের নির্বাচকরা।

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে অনেক বিশ্লেষণও সামনে আসছে। আইপিএল-এ খেলা দেখেও সিদ্ধান্ত নেওয়া কথা সামনে এসেছিল ভারতীয় দল ঘোষণার ক্ষেত্রে।


এদিকে আইপিএল-এর মধ্যেই তাদের টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। ১৫ জনের দলের নাম সামনে এনেছে নিউজিল্যান্ড।

দল ঘোষণা করার সময় কোনও ক্রিকেট কর্মকর্তা নন, ২ খুদেকে সামনে রেখেছে নিউজিল্যান্ড। অ্যাঙ্গাস ও মাটিলডা নামে ২ কিশোর কিশোরী নিউজিল্যান্ড দলের নাম ঘোষণা করেছে।


নিউজিল্যান্ডের ১৫ জনের দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। কেন গতবারেও অধিনায়ক ছিলেন। এবারও তিনিই অধিনায়ক।

চলতি আইপিএলে কেনকে তেমন দেখা যায়নি মাঠে। গুজরাট টাইটানস স্কোয়াডে থাকলেও শুভমান গিলের দলের হয়ে মাঠে খুব বেশি ম্যাচ খেলতে দেখা যায়নি তাঁকে।

যদিও সেসব খতিয়ান তাঁকে নিউজিল্যান্ডের অধিনায়ক হওয়া থেকে বিরত করতে পারেনি। তাঁর দক্ষ পরিচালনাতেই কিউয়িরা বিশ্বকাপ জিততে পারবে বলে আশাবাদী নির্বাচকরা।

এছাড়া ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্রর মত আইপিএল-এ খেলতে থাকা খেলোয়াড়দের দেখা যাবে স্কোয়াডে। ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের আসর বসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button