
১৬ মাসের টানাপোড়নের অবসান। পুরনো জাতীয় পতাকাই রয়ে গেল নিউজিল্যান্ডে। এজন্য নিউজিল্যান্ডে জনগণের ভোট নেওয়া হয়। বৃহস্পতিবার যার ফল প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৫৬ শতাংশ নিউজিল্যান্ডবাসী চান তাঁদের পুরনো পতাকাই জাতীয় পতাকা হিসাবে থেকে যাক। দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের জাতীয় পতাকা পরিবর্তনের পক্ষে সওয়াল করছিলেন অনেকে। তাঁদের যুক্তি ছিল এই পতাকা তাঁদের ঔপনিবেশিক শাসনে থাকার ইতিহাসকে বড় বেশি করে চোখের সামনে তুলে ধরে। তাঁদের আরও যুক্তি ছিল প্রতিবেশি দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পতাকা প্রায় মিলে যায়। যা বারবার একটা বিভ্রান্তির জন্ম দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিপুল অর্থ ব্যয় করে জনতার দরবারে হাজির হয় নিউজিল্যান্ড সরকার। এদিন সেই জনতা জনার্দনের রায়ে পুরনো পতাকাই রয়ে গেল বহাল তবিয়তে।