গোটা দ্বীপ বিক্রি আছে, দাম এ দেশের প্রধান শহরগুলির দামি ফ্ল্যাটের সমান
এ দেশের প্রধান শহরগুলিতে এখন যেসব দামি ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলির দাম একাধিক কোটি টাকা। সেই দামে একটা গোটা দ্বীপ পাওয়া যাচ্ছে।
একটা বিশাল দ্বীপ। মোট জমি রয়েছে ৫ একরের ওপর। দ্বীপটি চারধার দিয়ে সমুদ্রের নীল সবুজ জলে ঘেরা। দ্বীপটি গাছে ভরা। মূলত রয়েছে প্রচুর নারকেল ও কলা গাছ। এছাড়াও অনেক ধরনের গাছ রয়েছে।
সবুজ সেই দ্বীপের চারধারে রয়েছে সুন্দর বালুকাবেলা। এই দ্বীপে থাকার বাড়িও রয়েছে। বাড়ি বললে কম বলা হয়। আধুনিক সবরকম সুবিধাযুক্ত বিলাসবহুল বাড়ি।
৩টি শোওয়ার ঘর, একটি খাবার জায়গা, বড় জায়গা নিয়ে সুসজ্জিত বসার জায়গা, ২টি বাথরুম রয়েছে সেখানে। রয়েছে টিভি দেখার ব্যবস্থা। ওয়াইফাই সংযোগের সুবিধা।
দ্বীপ বলে যে এসব পাওয়া যাবেনা এমনটা নয়। কারণ মূল ভূখণ্ড থেকে দ্বীপটি এমন কিছু দূরেও নয়। দ্বীপটি থেকে যাতায়াতের জন্য রয়েছে স্পিড বোট। এছাড়া দ্বীপের অন্যপ্রান্তে কর্মচারিদের থাকার ব্যবস্থাও রয়েছে।
বাড়িঘর সমেত এই গোটা দ্বীপ বিক্রি আছে। দ্বীপটি আগেই ব্যক্তিগত সম্পত্তি হিসাবে চিহ্নিত। এখন যিনি মালিক তিনি তা বিক্রি করতে চান। তাই দ্বীপটি বিক্রি সংক্রান্ত বিজ্ঞাপন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
মধ্য আমেরিকার এই দ্বীপটির নাম ইগুয়ানা। দ্বীপটির যে দাম ধার্য করা হয়েছে তা ভারতীয় মুদ্রায় পৌনে ৪ কোটি টাকার সমান। যা দিয়ে মুম্বই, দিল্লির মত শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট হতে পারে।
দ্বীপ নয়, এমনকি একটা গোটা বাড়িও নয়। একটি বড় বনেদি বাড়ির দাম শহর কলকাতাতেও এর চেয়ে বেশি পড়বে। সেখানে ওই দামে একটা গোটা দ্বীপ নিজের সম্পত্তি হতে পারে!