গির্জার ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ১৬০ জনের। এঁরা প্রত্যেকেই রবিবারের প্রার্থনায় অংশ নিতে গির্জায় এসেছিলেন। প্রার্থনা চলাকালীনই গির্জার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রার্থনারত ভিড়ের ওপর। বহু মানুষ চাঙড়ের তলায় চাপা পড়ে যান।
১৬০ জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ এখনও ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন। হাসপাতালেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু মানুষ।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার শহর ইউও-তে। এত মানুষ আহত হয়েছেন যে তাঁদের ভিড়ে শহরের সব হাসপাতাল ভর্তি হয়ে গেছে। রেনার্স বাইবেল চার্চটি এখনও নির্মীয়মাণ। সেই অবস্থাতেই সেখানে বহু মানুষ প্রার্থনায় অংশ নিতে এসেছিলেন।