দাঁত চেপে মার সহ্য করেন হবু বর, নাহলেই বিয়ে বাতিল
বিয়ে করতে আসা বরের খাতির যত্ন নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে হবু বরকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় বেদম মার।
বিয়ের দিন মানে সেদিনের জন্য অন্তত বর রাজার আদর পান। খাতির যত্নে এতটুকু খামতি থাকেনা। শ্বশুরবাড়ি তো বটেই, এমনকি তাঁর নিজের বাড়িতেও হবু বরকে আগলে রাখা হয়।
এর উল্টোটাও যে হতে পারে তা কেউ ভাবতে পারেন কি? যেমন ধরুন হবু বরকে প্রচণ্ড মারধর করা। আর সেই মার যদি তিনি সহ্য করতে না পারেন তাহলে বিয়ে বাতিল করে দেওয়া।
বিশ্বাস করতে পারছেন না তো! কিন্তু ঠিক এটাই তো হয়! এই পৃথিবীর বুকেই এমন এক জনজাতি রয়েছে যাদের সনাতনি প্রথাই হল হবু বরকে বেদম মার।
আফ্রিকার নাইজেরিয়ায় ফুলানি নামে একটি জনজাতির বাস। তাদের মধ্যে এই প্রথা প্রচলিত। যাকে তারা বলে শারো। এই শারো হল বর পেটানো।
যখন ওই জনজাতিতে কোনও বিয়ে স্থির হয় তখন হবু বরকে ওই জনজাতির বয়স্করা ধরে মারেন। এই মার কিন্তু দাঁত চেপে সহ্য করতে হবে ওই যুবককে।
যদি যুবক কোনওভাবে ওই মার সহ্য করতে অসমর্থ হন। তাহলে বিয়ে বাতিল হয়ে যায়। ফলে স্ত্রী পেতে এখানে মার খেতেই হবে। আর যতক্ষণ মার চলবে ততক্ষণ তা দাঁত চেপে সহ্যও করে যেতে হবে।
কষ্ট হলেও মুখে রা কাটা যাবেনা। এই যন্ত্রণা সহ্য করে নিতে পারলে ওই যুবকের বিয়েতে আর কোনও বাধা থাকেনা। এভাবে মার সহ্য করে বিয়ে করার পর ওই যুবকের ফুলানি জনজাতিতে সম্মানও বাড়ে।