Lifestyle

পর্যটকদের জন্য এবার রাতের আকাশে বেড়ানোর ব্যবস্থা করল প্রশাসন

পর্যটকেরা বেড়ানোর পুরো সময়টা উপভোগ করতে চান। তাই সেই ব্যবস্থাও থাকা দরকার। এবার পর্যটকদের রাতের আকাশে বেড়ানোর ব্যবস্থা করল প্রশাসন।

রাতের আকাশ কতই না রহস্যের জাল বোনে। অবাক চোখে মানুষ তাকিয়ে থাকেন আকাশের তারাদের দিকে। কখনও খসে পড়ে তারা। কখনও অনেক বেশি ঝলমলে মনে হয় গ্রহদের।

সেই রাতের আকাশে যদি বেড়ানোর বন্দোবস্ত হয় তাহলে তা বেড়ানোর আনন্দকে অন্য মাত্রা তো দিতেই পারে। এবার সেই বন্দোবস্তই হল পর্যটকদের জন্য।‌


পর্যটকদের এই উপরি পাওনার নাম দেওয়া হয়েছে নাইট স্কাই অ্যাস্ট্রো ট্যুরিজম। সহজ করে বললে রাতের আকাশে বেড়ানোর সুযোগ।

রাজস্থানের ৪টি জায়গায় পর্যটকদের জন্য এই সুযোগ আপাতত শুরু হচ্ছে। তবে রাজস্থান সরকার জানিয়ে দিয়েছে তাদের যে ৩৩টি জেলা রয়েছে তার সবকটিতেই শুরু হবে এই পর্যটন।


আপাতত এই সুযোগ শুরু হচ্ছে জয়পুরের যন্তর মন্তর, অম্বর ফোর্ট, মহারাজা বিশ্ববিদ্যালয় এবং জহর কলা কেন্দ্রে। এই প্রতিটি জায়গায় শক্তিশালী টেলিস্কোপ লাগানো থাকবে।

পর্যটকরা সেখানে হাজির হয়ে টেলিস্কোপে চোখ রেখে খুব কাছ থেকে রাতের আকাশে ঘোরার সুযোগ পাবেন। বড়দের সঙ্গে সঙ্গে এই সুযোগ ছোটদেরও উপভোগ্য হতে চলেছে। ছোটদের জন্য এটা জ্ঞানবৃদ্ধির কাজেও আসবে।

সবচেয়ে বড় কথা, যে রাতের আকাশকে খালি চোখে মানুষ দেখে থাকেন, সেই রাতের আকাশের তারা থেকে গ্রহ, উপগ্রহ সবই বড় কাছ থেকে অনেক স্পষ্ট করে দেখার সুযোগ পাবেন তাঁরা।

এটা একটা আলাদা অনুভূতি, একটা আনন্দ বিস্ময়ের জানালা খুলে দেবে। যা পর্যটকদের সন্ধে নামার পর এক উপরি আনন্দ উপহার দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button