সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হয় সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে বৈঠকের শেষে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেন তিনি। জুনিয়র ডাক্তাররাও বুঝিয়ে দেন তাঁরাও বৈঠকে খুশি। তবে তাঁরা এখানে ঘোষণা করতে পারছেন না। এনআরএস হাসপাতালে গিয়ে তারপর সেখানে তাঁদের নিজেদের মধ্যে বৈঠক করে তারপরই সিদ্ধান্ত গ্রহণ করবেন তাঁরা। এনআরএস-এ ফেরার পর কার্যত রাজকীয় সম্মানে তাঁদের কাঁধে করে তুলে নিয়ে যান তাঁদের সতীর্থরা। তারপর বৈঠকের শেষে ঘোষণা করা হয় তাঁরা আন্দোলন প্রত্যাহার করছেন।
এনআরএস-এ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ ও সদর্থক হয়েছে। তাই রাজ্যের সব জুনিয়র ডাক্তারকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফেরার জন্য বলা হচ্ছে। বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়েছে তা কার্যকরী করার জন্য সরকারকে একটা সময় তাঁরা বেঁধে দেবেন বলেও জানানো হয়। তবে এদিন মোদ্দা কথা ছিল একটাই। গত ৭ দিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে এদিন ইতি পড়ল। যা রাজ্যের বহু রোগীর জন্য ভাল খবর। ভাল খবর তাঁদের উদ্বিগ্ন পরিবারের জন্যও।
সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সময়ই তাঁরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন একবার সময় করে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যান। জুনিয়র ডাক্তারদের সেই আবেদনকে গুরুত্ব দিয়ে সোমবার সন্ধেয় নবান্ন থেকে বেরিয়ে সোজা নিউরো সায়েন্সে পরিবহকে দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখার পর মুখ্যমন্ত্রী জানান পরিবহ ভাল আছেন। এরসঙ্গে সরকার ও জুনিয়র ডাক্তারদের মধ্যে চলা দড়ি টানাটানির সমাপ্তি ঘটল।