এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরকে নির্মমভাবে হত্যায় অভিযুক্ত ২ নার্সিং ছাত্রীকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। মঙ্গলবার টানা জেরার পর মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণকে গ্রেফতার করা হয়। এনআরএস হাসপাতালে নার্সিং কোর্সে শিক্ষাগ্রহণ করছিল ২ ছাত্রী। ১ জন প্রথম বর্ষের ও অন্যজন দ্বিতীয় বর্ষের ছাত্রী। কুকুরছানাগুলিকে পিটিয়ে হত্যার ঘটনা যখন ঘটছিল তখন তা ক্যামেরাবন্দি করেছিলেন আর আহমেদ ডেন্টাল কলেজের এক ছাত্র। তাঁর হস্টেলের ঘর থেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার এই কুকুর নিধনযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়াতে হাজির হন শ্রীলেখা মিত্রের মতন ছোট ও বড় পর্দার সেলেব্রিটিরা।
এদিকে মঙ্গলবার দুপুরের দিকে আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হন। তাঁদের ধারণা ছিল ধৃত ২ ছাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সেই সন্দেহের বশে শুরু হয় হৈচৈ। পুলিশের বেশকিছু বাইক ঠেলে ফেলে দেন আন্দোলনকারীরা। পুলিশের গাড়ির ওপরও চড়াও হন তাঁরা। পরে অবস্থা আয়ত্তে আনে পুলিশ।