ক্রমশ জটিল আকার নিচ্ছে এনআরএস-এর কুকুর কাণ্ড। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন নার্সিং পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, হাসপাতালের তদন্ত কমিটির রিপোর্টকে মান্যতা দিয়ে নার্সিং কাউন্সিল সিদ্ধান্ত জানানোর আগে পর্যন্ত ২ অভিযুক্ত পড়ুয়ার ওপর ক্লাস করতে দেওয়া বা হস্টেলে থাকায় নিষেধাজ্ঞা জারি করা যাবে না। নিষেধাজ্ঞা জারি করা যাবেনা অন্য ৩ সন্দেহভাজন পড়ুয়ার ওপরও। এই দাবিকে সামনে রেখে এদিন বিকেলে নার্সিং সুপার ও হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে রফাসূত্র অধরাই থাকে। এদিকে বৈঠকের মাঝেই জোর করে হলে ঢোকার চেষ্টা করেন অন্য নার্সিং পড়ুয়ারা। আর তাতেই বাধে ধুন্ধুমার।
পুলিশ গিয়ে নার্সিং সুপারকে একটি নার্সিং হোস্টেলে সুরক্ষা বলয়ের মধ্যে রাখে। অন্যদিকে পুলিশের গাড়িতে ছাত্রীদের হাত ছাড়িয়ে কোনওক্রমে বার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ডেপুটি সুপারকে। পুলিশর গাড়ির পিছু ধাওয়া করেন বেশ কয়েকজন ছাত্রী। রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধের পর অবস্থা আয়ত্তে আসে।