চলে গেলেন ‘মেমসাহেব’-এর স্রষ্টা
তাঁর হাত থেকেই বেরিয়েছিল মেমসাহেব উপন্যাস। সেই বিখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য চলে গেলেন।
কলকাতা : বৃহস্পতিবার দুপুরে টালিগঞ্জে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিমাই ভট্টাচার্য। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শরীর ভাল যাচ্ছিল না। একসময় বাংলা সাহিত্য জগতে তিনি অন্য প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সঙ্গে একসারিতে ছিলেন। যদিও পেশায় তিনি ছিলেন সাংবাদিক।
জন্ম অধুনা বাংলাদেশে হলেও তাঁর জীবনের একটা বড় অংশই কেটেছে পশ্চিমবঙ্গে। পেশায় ছিলেন সাংবাদিক। কিছুদিন কলকাতায় কাজ করেন। তারপর চলে যান দিল্লিতে। দিল্লিতে রাজনৈতিক ক্ষেত্রের সাংবাদিক হিসাবে পরিচিতিও পান। সাংবাদিকতার জীবন হয়তো তাঁকে সাহিত্যিক হয়ে ওঠার রসদের যোগানও দিয়েছিল। তাঁর প্রথম লেখা ‘রাজধানীর নেপথ্যে’।
নিমাই ভট্টাচার্যের একের পর এক উপন্যাস, ছোট গল্প আজও বাঙালি পাঠককুলকে নাড়া দেয়। তাঁর লেখা উপন্যাস ‘মেমসাহেব’ পরবর্তীকালে সিনেমার পর্দায় জায়গা পায়। উত্তমকুমার ও অপর্ণা সেন অভিনীত মেমসাহেব সিনেমাটি সত্তরের দশকের শুরুতে হিটও করে। ‘রাজধানী এক্সপ্রেস’, ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘পথের শেষে’, ‘ককটেল’, ‘ডার্লিং’ সহ নিমাই ভট্টাচার্যের অনেক লেখা চিরদিন বাংলা সাহিত্যের রত্ন হয়ে থেকে যাবে। তাঁর মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি।