ভারত ছেড়ে পালানো আর্থিক দুর্নীতিতে যুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল দীপক মোদীর বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। নেহালের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধে রেড কর্নার নোটিস জারি হল নেহালের বিরুদ্ধে। ১৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে নীরব মোদীর বিরুদ্ধে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এই টাকা ঋণ হিসাবে নেওয়ার পর তা শোধ না করেই চম্পট দেন নীরব মোদী।
নীরব মোদীর সেই আর্থিক দুর্নীতিতে তাঁকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহাল মোদী। এমনই অভিযোগ রয়েছে নেহালের বিরুদ্ধে। তবে নেহাল মোদী বেলজিয়ামের নাগরিক। বেলজিয়ান হিসাবে পরিচিত। ফলে তাঁকে ওভাবে ভারত গ্রেফতার করতে পারবে না। ফলে ইন্টারপোলের সাহায্য চায় ইডি। নীরব মোদীকে বাঁচাতে নেহাল মোদী অনেক প্রমাণ নষ্ট করেছেন বলেও দাবি করেছে ইডি।
নীরব মোদীকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে ইডি ও সিবিআই। এদিকে নতুন করে নীরব মোদীর পরিবারের ওপর কোপ নেমে এল। এবার ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করল তাঁর ভাইয়ের বিরুদ্ধে। যা মোটেও শান্তিতে থাকতে দেবেনা মোদী পরিবারকে। প্রসঙ্গত নীরব মোদীর পাশাপাশি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তাঁর মামা মেহুল চোকসিকেও ভারতে আনার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী ২ সংস্থা ইডি ও সিবিআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা