আগেকার দিনে রাজরাজড়াদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া থাকত অগুন্তি। তাদের নিয়মিত পরিচর্যা হত। এখন সে যুগ আর নেই। তাই হাতি বা ঘোড়া নয়, নীরব মোদীর ছিল গাড়িশাল। সেখানে সার দিয়ে সাজানো থাকত জমকালো সব গাড়ি। সেসব গাড়ির নাম বা দাম শুনলে চোখ কপালে উঠে যেতে পারে।
বিশ্বের সবচেয়ে দামি কয়েকটি গাড়ি ছিল তাঁর সংগ্রহে। পিএনবি কাণ্ডের তদন্তে নেমে সেসব গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। কী কী গাড়ি বাজেয়াপ্ত হয়েছে? ইডি জানিয়েছে, রোলস-রয়েস ঘোস্ট, পোর্শে পনামেরা, মার্সেডিজ বেঞ্জ জি এল ক্লাস, অত্যন্ত দামি হন্ডা সহ মোট ৯টি বহুমূল্য গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পিএনবি কাণ্ডে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এখন তোলপাড় গোটা দেশ। মামা ভাগ্নে বিদেশে পালালেও তাঁদের বাড়িঘর, দোকানপসার, শেয়ার, মিউচুয়াল ফান্ড, গাড়ি, অন্য সম্পত্তি তো ভারতেই। আর সেখানেই একের পর এক ছাপা মারছে ইডি, সিবিআই। বাজেয়াপ্ত হচ্ছে সোনাদানা, টাকা, অলঙ্কার, বাড়ি, দোকান, মিউচুয়াল ফান্ড ও শেয়ারের কাগজপত্র সবই।
যদিও নীরব মোদী বা মেহুল চোকসির আইনজীবী দাবি করেছেন তাঁর মক্কেল কোনও মামলা দায়ের হওয়ার আগেই বিদেশে গিয়েছিলেন। ফলে পালিয়ে যাওয়ার তত্ত্ব এখানে খাটছে না। তাঁরা কিছু জানার আগেই কাজে বিদেশে পাড়ি দিয়েছিলেন। তাহলে কাজ শেষ করে কবে দেশে ফিরছেন তাঁরা? সে প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারছেন না কেউ।