Business

অবশেষে মিলল খোঁজ, নীরব লুকিয়ে বিলেতে

পৃথিবীর কোন কোণায় যে তিনি লুকিয়ে আছেন তা কিছুতেই জানতে পারছিল না সিবিআই। তন্নতন্ন করে খোঁজ চলছিল তাঁর। অবশেষে খোঁজ মিলল। দীর্ঘ খোঁজাখুঁজির অবসান ঘটাল খোদ ব্রিটেন। ব্রিটেন সরকার সিবিআইকে জানিয়ে দিয়েছে তাদের দেশেই রয়েছে পিএনবি কাণ্ডের অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী। যাঁর বিরুদ্ধে পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েও তা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে।

নীরব মোদীর খোঁজ দেওয়ার পর এবার তাঁকে ফেরানোর তোড়জোড় শুরু করেছে সিবিআই। সিবিআইয়ের তরফে ভারতের বিদেশমন্ত্রককে এ ব্যাপারে তৎপর হওয়ার অনুরোধ করা হয়েছে। বিদেশমন্ত্রক ব্রিটেনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অন্তত নীরব মোদীকে যেন অন্য কোথাও আর পালাতে দেওয়া না হয় সে বিষয়েও সচেষ্ট ভারত সরকার। কারণ এমন হতেই পারে যে তাঁর খোঁজ ভারত সরকার পেয়ে গেছে একথা শুনে ব্রিটেন ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন নীরব মোদী। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই তাঁকে ধরে রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ারও অনুরোধ ব্রিটেন সরকারের কাছে করা হয়েছে বলে খবর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button