National

ফের পরীক্ষায় বসছে ‘নির্ভয়’

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’ পঞ্চমবারের জন্য পরীক্ষায় বসতে চলেছে আগামী সপ্তাহে। ২০১৫-এর ডিসেম্বরে এই সাব-সোনিক ক্ষেপণাস্ত্রের শেষ পরীক্ষাটি অসফল হয়। চিহ্নিত করা হয় ব্যর্থতার কারণগুলি। এবার সেগুলি সারিয়ে এক সফল উৎক্ষেপণের তোড়জোড় চালাচ্ছে ডিআরডিও।

৭৫০ থেকে ১ হাজার কিলোমিটার রেঞ্জের ‘নির্ভয়’ একাধিক লক্ষ্যের ভেতর তার নির্দিষ্ট লক্ষ্যটিকে অনায়াসেই খুঁজে নিতে পারে। এই দ্বি-স্তরীয় ক্ষেপণাস্ত্রের উচ্চতা ৬ মিটার, ডানার দৈর্ঘ্য ২.৭ মিটার এবং এটি ২৪ ধরণের পৃথক বিস্ফোরক বহনে সক্ষম। এখানেই শেষ নয়। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র যেমন মাটির থেকে ৪ কিলোমিটার উঁচু দিয়ে উড়তে পারে ঠিক তেমনি শত্রু রাডারের নজর এড়িয়ে গাছের উচ্চতাতেও অক্লেশে উড়ে যেতে পারে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button