চলে গেলেন প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র, শিল্পীর প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া
২০১৫ সালে সেই যে সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকেই অসুস্থ ছিলেন বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারকা শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে চলে গেলেন চিরঘুমের দেশে।
চলে গেলেন কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা নাগাদ চেতলায় তাঁর নিজ বাসভবনেই চিরনিদ্রায় চলে যান তিনি। শনিবার সকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তবে হাসপাতালে যেতে তিনি রাজি ছিলেননা। রাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৫ সালে নির্মলা মিশ্র সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন। তারপরই শরীরের একটি দিক পক্ষাঘাতে পড়ে যায়। সেই অবস্থায় বিছানাতেই কাটছিল জীবন।
গত কয়েক বছরে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। অবশেষে শনিবার রাতে আর শেষ রক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলার এই প্রবাদপ্রতিম শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
একের পর এক কালজয়ী গানের জন্য চিরদিন তিনি শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর কয়েকটি কালজয়ী গানের মধ্যে রয়েছে আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, বলো তো আরশি তুমি, ও তোতা পাখি রে সহ অনেক এমন গান যা চিরদিন শ্রোতাদের কানে গুঞ্জরিত হতে থাকবে।
রবিবার সকলের শ্রদ্ধা জানানোর জন্য নির্মলা মিশ্রের দেহ বাড়ি থেকে রবীন্দ্র সদনে আনা হয়। মুখ্যমন্ত্রী এদিন নির্মলা মিশ্রের প্রয়াণে শোক ব্যক্ত করে জানান তাঁর প্রয়াণে বাংলা সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্কের কথাও জানান মুখ্যমন্ত্রী।