Business

কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর তা কোথায় কীভাবে বণ্টন হবে তা জানাচ্ছেন অর্থমন্ত্রী। এদিন ছিল তার তৃতীয় পর্ব।

নয়াদিল্লি : করোনার ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন গত মঙ্গলবার। তারপর থেকে প্রতি দিনই কোথায় কীভাবে অর্থ বণ্টন হবে তা ঘোষণা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার তৃতীয় দফায় তাঁর ঘোষণায় গুরুত্ব পেল কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর একটা অংশ খরচ হবে গুদাম ও হিমঘর তৈরি করতে। কৃষকদের জন্যও একটা বড় ঘোষণা এদিন করেছেন অর্থমন্ত্রী।

এতদিন কৃষকদের নির্দিষ্ট মান্ডিতেই নির্দিষ্ট মূল্যে তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে হত। অনেক সময় কম দাম ধার্য হলে সেই দামেই ছাড়তে হত উৎপাদিত ফসল। আগামী দিনে নিজের ফসল বিক্রিতে আরও স্বাধীনতা ভোগ করবেন কৃষকরা। ফলে তাঁরা উপকৃত হবেন। মৎস্যজীবীদের উন্নয়নের জন্য, তাঁদের কাজের সুবিধার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-য় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এরমধ্যে ১১ হাজার কোটি টাকা ব্যয় হবে সমুদ্র বা নদীতে মাছ ধরার পরিকাঠামো উন্নয়নে। অন্যদিকে বাকি ৯ হাজার কোটি খরচ হবে মাছ ধরার পর তা যাতে রাখা যায় সেই বন্দোবস্ত করতে।


স্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতিতে ক্লাস্টার ভিত্তিতে উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার জন্য বরাদ্দ হয়েছে ১০ হাজার কোটি টাকা। ভেষজ গাছগাছড়া চাষের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। সামনের ২ বছরে এই ভেষজ উদ্ভিদ চাষের জন্য ১০ লক্ষ হেক্টর জমি তৈরি করা হবে। মৌমাছি প্রজনন ও চাষের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এতে একাধারে দেশের প্রায় ২ লক্ষ মৌমাছি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তি উপকৃত হবেন। সেইসঙ্গে আগামী দিনে আরও ভাল মানের মধু মানুষ পেতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button