নাম না করে রাহুল গান্ধীকে ড্রামাবাজ বললেন অর্থমন্ত্রী
করোনা উদ্বেগের মধ্যেও রাজনীতি থামছে না। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে রাহুল গান্ধীর কথা বলাকে সরাসরি ড্রামাবাজি বলে কটাক্ষ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
নয়াদিল্লি : গত শনিবারের কথা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেখা যায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে কথা বলছেন। পথের ধারেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে বসে পড়েন তিনি। পরনে ছিল সাদা পাঞ্জাবী। কালো প্যান্ট। মুখে মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলছিলেন তিনি। সেই ছবি সর্বত্র ছড়িয়ে পড়ে। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি রাহুল গান্ধীর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে কথা বলাকে ড্রামাবাজি বলে ব্যাখ্যা করেন।
সাধারণত এমন ধরনের শব্দ প্রয়োগ নির্মলা সীতারমনকে করতে দেখা যায়না। এদিন তিনি আরও বলেন, কংগ্রেসের আরও দায়িত্বশীলভাবে এগিয়ে আসা উচিত। এই পরিস্থিতিতে হাতে হাত রেখে কাজ করা উচিত। সেখানে পরিযায়ী শ্রমিকদের অমূল্য সময়, তাঁদের বাড়ি ফেরার সময় রাহুল গান্ধী কথা বলে নষ্ট করেছেন বলেও দাবি করেন তিনি। এমনকি আরও একধাপ এগিয়ে অর্থমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, এঁরা সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে বরং শ্রমিকদের শিশুদের কোলে করে এগিয়ে দেওয়া বা শ্রমিকদের সুটকেস বয়ে দিলে পারেন।
অর্থমন্ত্রী এদিন বলেন, এটা খুব দুঃখের যে শ্রমিকরা পায়ে হেঁটে চলেছেন। তাঁদের জন্য ট্রেনের বন্দোবস্ত হয়েছে। কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য বা তাদের সহযোগী দলের শাসন যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ট্রেন চাইছে না। এই সময় সকলের একসঙ্গে হয়ে কাজ করা উচিত। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দায়িত্বশীলভাবে আচরণ করা উচিত বলেও পরামর্শ দেন সীতারমন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা