Business

দেশের একজনও অভুক্ত থাকবেন না, দরিদ্র স্বার্থে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর

করোনাকে রুখতে গোটা দেশে লকডাউন চলছে। সব কাজকর্ম বন্ধ। মানুষকে ঘরেই থাকতে অনুরোধ করেছে সরকার। এই অবস্থায় সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছেন তথাকথিত দরিদ্র শ্রেণির মানুষজন। সমস্যায় পড়েছেন যাঁরা দৈনিক রোজগারের ওপর জীবনধারণ করেন। সংসার প্রতিপালন করেন। এঁদের কেউ যাতে অভুক্ত অবস্থায় না থাকেন সেজন্য বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দরিদ্রদের পাশে দাঁড়াতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ৩ মাসের জন্য দরিদ্রদের জন্য মাসে ৫ কেজি চাল বা আটা এবং ১ কেজি করে ডাল দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। কোন ডাল পাবেন তা নির্ভর করবে সেই অঞ্চলে যে ডালের চাহিদা বেশি তা দেখে। পাশাপাশি যেসব মহিলার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট রয়েছে তাঁরা মাসে ৫০০ টাকা করে পাবেন সংসার চালানোর জন্য। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।


দেশের যে ৮.৩ কোটি পরিবার উজ্বলা যোজনায় যে গ্যাস পায় তা আগামী ৩ মাস বিনামূল্যে পাবে তারা। দেশ জুড়ে ৩ কোটি বিধবা, পেনশন প্রাপক ও বিশেষভাবে সক্ষমরা এককালীন ১ হাজার টাকা করে অর্থ সাহায্য পাবেন কেন্দ্রের কাছ থেকে। বাড়ানো হয়েছে মনরেগা-র অন্তর্গত মজুরিও। ১৮২ টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ২০২ টাকা।

যেসব সংস্থায় ১০০ জনের কম কর্মী আছেন এবং তাঁদের মধ্যে ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজার টাকার কম, সেসব সংস্থার কর্মীদের জন্য ইপিএফও-র টাকা আগামী ৩ মাস কেন্দ্র জমা দেবে। সেক্ষেত্রে ওই কর্মীর তরফের ১২ শতাংশ টাকা এবং মালিকের তরফের ১২ শতাংশ টাকা জমা করবে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button