নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যোজনা কমিশন তুলে দেন। সে জায়গায় তৈরি করেন নীতি আয়োগ। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর সভাপতিত্বে প্রথম নীতি আয়োগের বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সেই বৈঠকে গেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এরমধ্যে অমরিন্দর সিং শরীর খারাপ থাকায় যাননি। কেসিআর যাননি তাঁর একটি প্রকল্পের উদ্বোধন থাকায়।
মমতা বন্দ্যোপাধ্যায় ৩ পাতার একটি চিঠি লিখে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তাতে তিনি সাফ জানিয়েছেন, তিনি মনে করেন নীতি আয়োগ একটি বিফল সত্ত্বা কারণ তার কোনও অর্থনৈতিক ক্ষমতা নেই। তিনি আরও জানিয়েছেন, নীতি আয়োগের বৈঠকের আলোচ্য সূচি আগে থেকেই স্থির করা থাকে। এই সূচি কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে কথা বলে স্থির করে না। তাই এই বৈঠকে যাওয়ার কোনও মানে হয় না বলেই তিনি মনে করেন।
নীতি আয়োগের এদিনের বৈঠকের আলোচ্য সূচিতে জায়গা পেয়েছে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা আরও বাড়ানো, খরা পরিস্থিতি ও তার মোকাবিলা, সুরক্ষা সংক্রান্ত বিষয়। রাষ্ট্রপতি ভবনে এই বৈঠকে সভাপতিত্বের দায়িত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগেই দিল্লি পৌঁছেছিলেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।