
মদ্যপানে মানুষের মৃত্যুর খবর নতুন নয়। কিন্তু মদ না পেয়ে মৃত্যুর খবরে একটু হলেও চমকে যেতে হয় বৈকি। বিহারে মদ না পেয়ে ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। মদ্যপান করতে না পেরে ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকায় দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেখানেই তাঁদের মৃত্যু হয়। মদ না পেয়েই যে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছেন চিকিৎসকরা। গত ৪ এপ্রিল রাজ্যে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে ৫ এপ্রিল থেকে বিহারের কোথাও মদ বিক্রি হচ্ছিল না। মদ না পেয়ে ক্রশম অসুস্থ হয়ে পড়তে থাকেন বিহারের ২ বাসিন্দা। এঁদের মধ্যে একজন পুলিশকর্মী। প্রাত্যহিক মদ্যপানে আসক্ত পুলিশকর্মী রঘুনন্দন বেসরা চম্পারণ জেলায় কুদাওয়া-চেইনপুর পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। মদ না পেয়ে অসুস্থ বেসরাকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন মদে আসক্তি থেকেই মৃত্যু হয় তাঁর। অন্য এক ব্যক্তিকেও একই কারণে কাটিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁরও মদে আসক্তি থেকেই মৃত্যু হয়। তবে দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনও জানতে পারা যায়নি।