বুধবার ইস্তফা দিয়েছিলেন। ২৪ ঘণ্টা কাটার আগেই ফের সেই চেয়ারেই বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধু বদলে গেল কাঁধ। লালুপ্রসাদ যাদবের কাঁধে ভর করা শাসনভার এবার বিজেপির কাঁধে ভর দিয়েছে। এতদিন উপমুখ্যমন্ত্রী ছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। একদিনের ব্যবধানে সেই চেয়ার বদলে চলে গেল বিহার বিজেপির অন্যতম মুখ তথা আগেও একবার এই পদ সামলে আসা সুশীল কুমার মোদীর কাছে।
গতকাল সন্ধেয় দিয়েছিলেন ইস্তফা। রাতে নীতীশ কুমারই বিজেপির সমর্থনে শাসনভার চেয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন। সেই দাবি মেনে এদিন নীতীশকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করান রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ। পুরনো বন্ধু বিজেপির হাত ধরে।
দুই দল মিলিয়ে আপাতত তাঁদের হাতে ১৩২ জন বিধায়ক। ফলে ২ দিনের মধ্যে বিহার বিধানসভায় নীতীশকে যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দাখিল করতে হবে তাতে ১২২ বিধায়কের সমর্থন দেখানো এখন সময়ের অপেক্ষা।
অন্যদিকে বিহারে মোদী ম্যাজিক কাজ না করায় কিছুটা হতাশায় ভুগছিল এনডিএ। যে হতাশা এদিন কেটে গেল। লোকসভার তোড়জোড়ের আগে বিহারটাও হাতে পেয়ে গেল বিজেপি।