দেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৭০ ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তিটি তৈরি হয়েছে নালন্দা জেলার রাজগিরের গোরা কাটোরা লেকের মাঝখানে। ৪৫ হাজার কিউবিক ফুটের গোলাপি পাথরে তৈরি হয়েছে এটি। গোরা কাটোরা লেকের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। চারপাশে ৫টি পাহাড় দিয়ে ঘেরা এই বিশাল জলরাশি। পাহাড় আর সবুজে ঘেরা প্রকৃতি পর্যটকদের আকর্ষিত করার জন্য যথেষ্ট।
সোমবার নৌকায় করে বুদ্ধমূর্তির কাছে পৌঁছন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আবরণ উন্মোচনের পর মূর্তির চারপাশ ঘুরে পুজোও দেন। এ সময়ে চারদিক থেকে উচ্চারিত হতে থাকে বৌদ্ধ মন্ত্র। নীতীশ কুমারের সঙ্গে ছিলেন মহাবোধি মন্দিরের বৌদ্ধ সাধু ভান্তে চালিন্দা। পরে নীতীশ কুমার বলেন, লেকের ধারে একটি সুন্দর বাগানও তৈরি করা হচ্ছে। পর্যটকদের কথা মাথায় রেখেই চারপাশ সাজিয়ে তোলা হচ্ছে। সঙ্গে এই ৭০ ফুটের বু্দ্ধমূর্তি তো আছেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)