আর কখনও জেল থেকে মুক্তি পাবেননা লালুপ্রসাদ যাদব। তিনি যা করেছেন তার জন্য তাঁকে জেলেই কাটাতে হবে। লালুপ্রসাদের পরিবার তাঁর দিকে আঙুল তুলছে। তিনি নাকি ষড়যন্ত্র করে লালুপ্রসাদকে জেলে পাঠিয়েছেন। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন। লালুপ্রসাদকে জেলে পাঠিয়েছে আদালত। পাটনায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পশুখাদ্য কেলেঙ্কারি ও দুর্নীতির একাধিক মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব জামিনে মুক্ত হয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরতে চাইছেন বলে দাবি করেন নীতীশ কুমার। তাঁর দাবি, লালুপ্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৫ বছর ধরে বিহারের ‘জঙ্গল রাজ’ চলেছে। কিন্তু এখন সেসময় গেছে। এখন বিহারে আইনের শাসন রয়েছে। লালুপ্রসাদের পরিবার যদিও বারবারই লালুপ্রসাদের বন্দিদশার জন্য নীতীশ কুমারের দিকে আঙুল তুলেছে।
লালুপ্রসাদ যাদব জেলে যাওয়ার পর এখন আরজেডি-র দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব। তিনিই এখন বিহারের বিরোধী নেতা। তাঁর দাবি, নীতীশ কুমার জনসভায় যা বলেছেন তাতে লালুপ্রসাদের জেলে যাওয়া যে তাঁরই ষড়যন্ত্র তা বোঝা যাচ্ছে। নীতীশ কুমারের দুমুখো নীতি প্রকাশ হয়ে গেছে বলেও দাবি করেন তেজস্বী। জেলবন্দি লালুপ্রসাদ এখন রাঁচিতে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা