চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাচ্ছেন জাপানের গবেষক ইয়োশিনোরি ওশুমি। অটোফ্যাজি গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য নোবেল মেডিসিন প্রাইজ পেতে চলেছেন তিনি।
কী এই অটোফ্যাজি? অনেক সময়ে দেখা যায় মানব দেহের একটি কোষ অন্য কোষকে খেয়ে ফেলে। যার থেকে তৈরি হয় পারকিনসন রোগ বা ডায়াবেটিসের মত অসুখ।
কিভাবে কোষ তার উপাদানকে ফের কার্যকরী করে তোলে তা নিয়ে ওশুমির গবেষণা আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে প্রভূত সহায়ক ভূমিকা নেবে বলে জানিয়েছেন নোবেলের জুরি সদস্যরা।