২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার। সোমবার তাঁর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। আচরণবাদী অর্থনীতিতে তাঁর গভীর অবদানের জন্য এই পুরস্কারের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
ব্যক্তি মানুষের কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে মনোবৈজ্ঞানিক দিকটি কাজ করে, তার সঙ্গে অর্থনীতির সেতু বন্ধনে রিচার্ড থ্যালারের অবদান অনস্বীকার্য বলে জানিয়েছে কমিটি। প্রোফেসর থ্যালারের অবদান আগামী দিনে অর্থনীতির তাত্ত্বিক দিক নিয়ে গবেষণাতেও বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছে তারা।