যৌন নির্যাতনের অভিযোগ, সুইডিশ অ্যাকাডেমির স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের মনে প্রশ্ন সহ কয়েকটি বিষয়কে সামনে রেখে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা বন্ধ রাখল অ্যাকাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কোনও বছর যায়নি যেখানে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা বন্ধ ছিল। ফলে এই সিদ্ধান্ত সেদিক থেকে ঐতিহাসিক। তবে অ্যাকাডেমির তরফে এও জানানো হয়েছে যে যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে তাঁরা ২০১৮-র পুরস্কারও ২০১৯ সালে দিয়ে দেবে। তবে নোবেলের মত এমন এক সম্মানজনক পুরস্কার ঘোষণা বন্ধ থাকার খবরে গোটা বিশ্ব জুড়েই সকলে অবাক।
সাহিত্যে সারা বিশ্বে কোন সাহিত্যিক নোবেল পুরস্কার পাবেন তা ঠিক করে সুইডিশ অ্যাকাডেমির একটি দল। এই দলের অন্যতম সদস্য মহিলা কবি ক্যাটারিনা ফ্রসটেনসন। তাঁর স্বামী জাঁ-ক্লদ আরনল্ট সুইডেনের এক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর বিরুদ্ধেই সামনে এসেছে যৌন নির্যাতনের অভিযোগ। ফলে সেই আঁচ এসে লেগেছে সুইডিশ অ্যাকাডেমির গায়ে। এছাড়াও তাঁদের কয়েকজন সদস্যকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে ক্রমশ সুইডিশ অ্যাকাডেমির সম্মান সাধারণ মানুষের মনে কমে যাচ্ছিল। অন্তত এমনই মনে করছে অ্যাকাডেমি। তাই তাঁদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা ও সম্মান ফিরে আসার পরই ফের তাঁরা সাহিত্যে নোবেল দেওয়ার পথে হাঁটতে চাইছে। একথা অ্যাকাডেমির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে। আর সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০১৮ সালে সাহিত্যে কারও নাম নোবেল প্রাপক হিসাবে ঘোষণা করা হচ্ছে না।