২ দেশের ৩ বিজ্ঞানী এবার রসায়নে নোবেল পাচ্ছেন। বুধবার ২০১৮ সালের রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। জেনেটিক পরিবর্তনের ওপর কাজ করতে গিয়ে প্রোটিনের ব্যবহার নিয়ে কাজ করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটেনের স্যার গ্রেগরি পি উইন্টার। মানব সভ্যতার স্বার্থে তাঁদের এই কাজের স্বীকৃতি দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে পুরস্কারের একটি ভাগ দেওয়া হবে ফ্রান্সিস এইচ আরনল্ডকে। যিনি রসায়নে নোবেল প্রাপকদের ইতিহাসে পঞ্চম মহিলা। বাকি ভাগ ভেঙে দেওয়া হবে জর্জ পি স্মিথ এবং স্যার গ্রেগরি পি উইন্টারের মধ্যে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)