২০১৮ সালে অর্থনীতিতে নোবেল প্রাপক ২ জন। সোমবার একথা ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। আবহাওয়ার পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবনকে ম্যাক্রো-ইকোনমিক বিশ্লেষণের সঙ্গে মিশিয়ে দেওয়ার কৃতিত্বের জন্য এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ২ মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম নরডাউস ও পল রোমার।
তাঁদের এই বিশ্লেষণ আগামী দিনে প্রকৃতি ও জ্ঞানকে বাজার অর্থনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার মডেল তৈরি করবে। যা অর্থনীতির ক্ষেত্রে যুগান্ত তৈরি করবে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অনেক পরে। ১৯৬৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৭৯ জন অর্থনীতিবিদ এই পুরস্কার পেয়েছেন। যারমধ্যে অমর্ত্য সেনও রয়েছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)