World

ইতিহাসে প্রথম, ২ বছরের জন্য সাহিত্যে নোবেল পাচ্ছেন ২ সাহিত্যিক

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেনি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। একটি যৌন কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়নি। তাই এবার গত বছর ও চলতি বছর, এই ২ বছরের জন্যই নোবেল ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারজুক। আর এ বছর অর্থাৎ ২০১৯ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন অস্ট্রিয়ার সাহিত্যিক পিটার হ্যানকে। পোল্যান্ডের সাহিত্যিক ওলগা গত বছরই ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছেন। তারপর এ বছর পেলেন নোবেল পুরস্কার।

যৌন নির্যাতনের অভিযোগ, সুইডিশ অ্যাকাডেমির স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের মনে প্রশ্ন সহ কয়েকটি বিষয়কে সামনে রেখে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা বন্ধ রেখেছিল অ্যাকাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কোনও বছর যায়নি যেখানে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা বন্ধ ছিল। অ্যাকাডেমির তরফে এও জানানো হয় যে যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে তারা ২০১৮-র পুরস্কারও ২০১৯ সালে দিয়ে দেবে। সেটাই হল। ২০১৮ সালের পুরস্কার এ বছর ঘোষণা করল তারা।


সাহিত্যে সারা বিশ্বে কোন সাহিত্যিক নোবেল পুরস্কার পাবেন তা ঠিক করে সুইডিশ অ্যাকাডেমির একটি দল। এই দলের অন্যতম সদস্য মহিলা কবি ক্যাটারিনা ফ্রসটেনসন। তাঁর স্বামী জাঁ-ক্লদ আরনল্ট সুইডেনের এক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত বছর তাঁর বিরুদ্ধেই সামনে আসে যৌন নির্যাতনের অভিযোগ। ফলে সেই আঁচ এসে লাগে সুইডিশ অ্যাকাডেমির গায়ে। এছাড়াও তাঁদের কয়েকজন সদস্যকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে ক্রমশ সুইডিশ অ্যাকাডেমির সম্মান সাধারণ মানুষের মনে কমে যাচ্ছিল। অন্তত এমনই মনে করছিল অ্যাকাডেমি। তাই তাদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা ও সম্মান ফিরে আসার পরই ফের তাঁরা সাহিত্যে নোবেল দেওয়ার পথে হাঁটতে চাইছিল। তাই গত বছর বন্ধ রেখে এ বছর তারা সাহিত্যে নোবেল পুরস্কারের ঘোষণা করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button