অর্থনীতিতে ভারতের কেউ যদি এর আগে নোবেল পেয়ে থাকেন তবে তিনি ছিলেন অমর্ত্য সেন। আর তাঁর পর দ্বিতীয় বাঙালি হিসাবে নোবেল পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর নাম রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করেছে। বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একইসঙ্গে নোবেল পাচ্ছেন তাঁর স্ত্রী এস্থার দুফলো। তাঁদের সঙ্গে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন মাইকেল ক্রেমার। এই ৩ অর্থনীতিবিদ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেতে চলেছে। অবশ্যই এটা বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের একটা দিন।
প্রেসিডেন্সির প্রাক্তনী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বর্তমানে মার্কিন নাগরিক। তাঁর লেখা ‘পুওর ইকোনমিক্স’ বইটি গুণীজন মহলে যথেষ্ট সমাদৃত। এবার যে ৩ জন অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তাঁদের কাজ ছিল পৃথিবী থেকে দারিদ্র দূরীকরণের পথ দেখানো। আর তাঁরা সেই কাজে অনেকটাই সফল বলে মনে করছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এঁদের কাজ দারিদ্রের বিরুদ্ধে লড়াই করার পথ অনেকটাই প্রশস্ত করেছে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সিতে পড়াশোনার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তারপর ইকোনমিক্স বিভাগে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-তে অধ্যাপনা শুরু করেন। ৫৮ বছর বয়স্ক এই বাঙালি অর্থনীতিবিদ এখন পাকাপাকিভাবে মার্কিন বাসিন্দা। তাঁর স্ত্রীর প্যারিসে জন্ম। তবে কাজ করেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-তেই। তৃতীয় নোবেল প্রাপক মাইকেল ক্রেমার মার্কিন নাগরিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা