
রসায়নে নোবেল পাচ্ছেন ৩ বিজ্ঞানী। এবছরের নোবেল বিজয়ী হিসাবে বুধবার ফ্রান্সের বিজ্ঞানী জাঁ পিয়ের সুভেগঁ, নেদারল্যান্ডসের বিজ্ঞানী বার্নার্ড বেন ফেরিঙ্গা ও ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেজার স্টুডার্ট-এর নাম ঘোষণা করেন জুরি। মলিকিউলার লেভেলে মিনিস্কিউল মেশিন আবিষ্কারের জন্য এই ৩ বিজ্ঞানীকে নোবেলজয়ী হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। তাঁদের দাবি, যে আবিষ্কারের জন্য তাঁদের নোবেল দেওয়া হচ্ছে সেই ভাবনার জনক সুভেগঁ। ১৯৮৩ সালে তিনি ২টি রিংয়ের মত দেখতে মলিকিউলকে জুড়ে একটি চেন বানানোর রাস্তা খুলে দেন। পরে সেই ভাবনাকে সামনে রেখে ৩ বিজ্ঞানী মলিকিউলার লেভেলে মিনিস্কিউল মেশিন আবিষ্কার করে দুনিয়াকে চমকে দেন।