
অর্থনীতিতে নোবেল পেলেন ২ জন। সোমবার তাঁদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। কন্ট্রাক্ট থিওরিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন ব্রিটিশ অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনল্যান্ডের অর্থনীতিবিদ বেনট হোমস্টর্ম। অর্থনীতিতে কন্ট্রাক্ট বা চুক্তি কিভাবে মানুষকে দ্বান্দ্বিক স্বার্থের ক্ষেত্রে লাভবান হতে সাহায্য করে তারই নতুন রাস্তা দেখিয়েছেন এই দুই অর্থনীতিবিদ। বাস্তব জীবনে চুক্তির মাহাত্য অনুধাবনের ক্ষেত্রে এই দুই অর্থনীতিবিদের অবদান আগামী দিনে সহায়ক ভূমিকা নেবে বলেই ব্যাখ্যা করেছে সুইডিশ অ্যাকাডেমি। উল্লেখযোগ্য যে অর্থনীতি আদি অনন্ত নোবেল পুরস্কারের বিষয় তালিকায় ছিলনা। ১৯৬৮ সালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থনীতিকে নোবেলের তালিকায় অন্তর্ভুক্ত করে।