World

নোবেল শান্তি পুরস্কার পেল আইসিএএন

কোনও ব্যক্তি নন, নোবেল শান্তি পুরস্কার পেল একটি সংগঠন। তাদের পরমাণু অস্ত্র বিরোধী কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেল ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিস নিউক্লিয়ার ওয়েপন বা আইসিএএন। প্রায় ১০ বছর ধরে লাগাতার বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের বিরোধিতায় প্রচার চালিয়ে যাচ্ছে এই সংগঠন। নোবেল কমিটির তরফে এদিন সংগঠনের নাম ঘোষণা করে জানানো হয়, মানব সমাজ ও সভ্যতার জন্য পারমাণবিক অস্ত্র এক অভিশাপ। তার ভয়ংকর কুপ্রভাব থেকে বিশ্বকে মুক্ত করার জন্য সচেতনতা বৃদ্ধির চেষ্টা নিরলসভাবে চালিয়ে গেছে এই সংগঠন। তাই এই সংগঠনকেই এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য বেছে নেওয়া হল।

সাধারণভাবে ফি বছর কোনও এক বা একাধিক ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বেছে নিতে দেখা গেছে নোবেল কমিটিকে। এবার তাই এক সংগঠনকে বেছে নেওয়ার পদক্ষেপকে অভিনবত্বের চোখেই দেখছেন সকলে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button